২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

বরগুনার পাথরঘাটায় বিষপানে ফার্মেসী ব্যবসায়ী আত্মহত্যা

admin
প্রকাশিত জুলাই ১, ২০১৯
বরগুনার পাথরঘাটায় বিষপানে ফার্মেসী ব্যবসায়ী আত্মহত্যা

Sharing is caring!

 

রাশিদুল হাসান রিয়াদ,বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনার পাথরঘাটায় বিষপানে মো. সাইফুল ইসলাম নামে এক ফার্মেসী ব্যবসায়ী আত্মহত্যা করেছে।

রোববার (৩০ জুন) বেলা ১২টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে তাঁর মৃত্যূ হয়। সাইফুল উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের সৈয়দ মুছুল্লীর ছেলে ও তাসলিমা মেমোরিয়াল একাডেমীর শিক্ষক মো. নাসির উদ্দিনের জামাতা। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত্যূ সাইফুলের চাচা শশুড় মো. গিয়াস উদ্দিন বলেন, সাইফুল ইসলাম ও সানজিদার দাম্পত্য জীবনে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতেই অতিবাহিত হয়েছিল। আমাদের পক্ষ থেকে মেয়ে-জামাতার জন্য বাড়িও করে দিয়েছি। কিন্তু কি কারণে জামাই সাইফুল আহত্মহত্যার পথ বেছে নিয়েছে তা বলতে পারছিনা। তিনি আরও জানান, সাইফুলের স্ত্রী সানজিদা বর্তমানে অন্তসত্তা।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. জিয়া উদ্দিন বলেন, চালের ট্যাবলেট খেয়ে গুরুতর অবস্থায় চিকিৎসা নিতে আসার পরেই তার মৃত্যূ হয়।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মো. সাইদুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

০১৭২৪০২৫৫৮৭