Sharing is caring!

এস আল-আমিন খাঁন, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী লঞ্চ ঘাটের পশ্চিম পাশে পৌর শহরের নতুন বাজার স্বনির্ভর রোড শিশু পার্ক এলাকার উওর পাশে লাউকাঠী নদীর চর হতে ২৭ জুন অজ্ঞাত একটি নবজাতক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকবাসী জানায়,বেলা আনুমানিক ২ টার দিকে কিছু লোক নদীতে গোসল করতে গিয়ে কচু বনের মধ্যে একটি ভাষমান অর্ধ গলিত চেহারার ক্ষতবিক্ষত একটি শিশুর লাশ দেখতে পায়।শিশুটি নবজাতক আনুমানিক ৮-৯ মাসের।পোকা মাকরে জরিয়ে ছিলো লাশটি।তাৎক্ষনিক ভাবে এলাকার লোক পটুয়াখালী সদর থানায় খবর দিলে সাথে সাথে ঘটনাস্থলে এসে নবজাতকের লাশটি উদ্ধার করে মর্গে নিয়ে যায় পুলিশের সদস্যরা।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,খবর পেয়ে আমাদের পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য তাকে মর্গে পাঠানো হয়েছে।তবে এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।