২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাতকে দু’টি মসজিদের উন্নয়নে টিআর বরাদ্দ থেকে ৫০ হাজার টাকা অনুদান।

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯
ছাতকে দু’টি মসজিদের উন্নয়নে টিআর বরাদ্দ থেকে ৫০ হাজার টাকা অনুদান।

Sharing is caring!

 

ছাতক প্রতিনিধিঃ-
ছাতকে টিআর প্রকল্পের বরাদ্দ থেকে দু’টি মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। ছাতক সদর ইউনিয়নের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান তুলে দেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের চাইরচিরা হাজী তাহের আলী পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়নে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল মনাফ ও তিররাই নতুন জামে মসজিদের উন্নয়নে মোতাওয়াল্লীর পক্ষে আসাদুজ্জামানের হাতে নগদ অনুদান তুলে দেন ইউপি চেয়ারম্যান। এসময় প্যানেল চেয়ারম্যান ময়না মিয়া, ইউপি সদস্য ইব্রাহিম আলী, আব্দুস ছালাম, আতাউর রহমান, কাজী নজরুল ইসলাম মারুফ স্থানীয় রুকন আহমদ, জুয়েল মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।