১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাদুল্যাপুর উপজেলার শ্রেষ্ট শিক্ষিকা হলেন স্মৃতি

admin
প্রকাশিত জুন ২৮, ২০১৯
সাদুল্যাপুর উপজেলার শ্রেষ্ট শিক্ষিকা হলেন স্মৃতি

Sharing is caring!

জাহিদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার প্রাথমিক শ্রেষ্ট শিক্ষিকা হলেন স্মুতি।

২০১৮ সালের প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হলেন জুবাইদা গুলশান আরা স্মুতি।

তার বাড়ী ও ম্বামীর বাড়ী ওই উপজেলায়।
জন্ম স্থান এক সুশিল সমাজে মিরপুর গ্রামে।একই উপজেলায় জামালপুর গ্রামে বিয়ে হয়।দাম্পতি জীবনে এক ছেলে রয়েছে।
শ্রেষ্টত্ব নির্বাচসে যাচাই বাছইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা)নির্বাচিত হলেন   ফরিদপুর ইউনিয়নের, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, জুবাইদা গুলশান আরা স্মৃতি। সে আগামী দিন গুলো যেন দেশ জাতী ও শিশু শিক্ষার্থীদের জন্য আরো ভাল কিছু করতে পারেন।

তার এই শ্রেষ্ট শিক্ষিকা নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় জানান, সন্মান সবার কাছে প্রিয়,এটাই আমার আর্জন,আমার ভাল কাজের সন্মান দেওয়ায় উপজেলার শিক্ষা আফিসের কাছে কৃতজ্ঞ। তাদের সন্মান রক্ষার জন্য আমি আগামীতেও ভালর ধারাবাহিকতায় আরও ভাল করব।