Sharing is caring!

মোঃ আবুল হাশেমঃ বান্দরবানের লামা তথ্য অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৭ জুন,২০১৯ ইং) সকাল ১১ টায় আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারী ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশনসহ মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, সরকারের অগ্রগতি ও উন্নয়ন ভাবনা, জনগণেরর অংশ গ্রহণ এবং শেখ হাসিনা বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল।চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন লামা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী, চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন,আলীকদমের আনসার ও ভিডিপির প্রশিক্ষক জাহিদুল ইসলাম ও অংকুরা বেগম প্রমূখ।