Sharing is caring!

জামরুল ইসলাম রেজা ছাতক থেকেঃ-
ছাতকে বিস্ফোরক আইন ও পুলিশ অ্যাসল্ট আইনের দায়েরকৃত মামলার আসামি ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার তার জামিন মঞ্জুর করেন।
গত ১৪ এপ্রিল ফেইসবুকের ষ্টেটাস নিয়ে আ’লীগের দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক গুলাগুলি হয়। বন্দুকযুদ্ধের এ ঘটনায় ১ জন নিহত ও থানার ওসিসহ উভয়পক্ষে প্রায় অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রনে থানা পুলিশ ৫২ রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং ১৬৩ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
এ ঘটনায় একটি হত্যা মামলা, একটি পুলিশ অ্যাসল্ট মামলা ও একটি বিম্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। মামলার আসামি জেলা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ চৌধুরী হাইকোর্টে হাজির হয়ে ২১ দিনের জন্য জামিন নেন। আদালতে শুনানির সময় আসামি পক্ষে আইনজীবী ছিলেন আপ্তাব উদ্দিন, হুমায়ুন মঞ্জুর চৌধুরী, পীর মতিউর রহমান, সালেহ্ আহমদ, শফিকুল আলম, মাসুক আলম, শুকুর আলী, আব্দুল ওদুদ প্রমূখ। বাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ছইল মিয়া প্রমূখ।