১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে আন্তঃবিভাগীয় ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
বিশ্বনাথে আন্তঃবিভাগীয় ডাকাতদলের দুই সদস্য গ্রেফতার

Sharing is caring!

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটে বিশ্বনাথে মাসুক মিয়া (২৭) ও আমিনুল ইসলাম জবরুল (৩০) নামে আন্তঃবিভাগীয় ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মাসুক সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাধানগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে ও আমিনুল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শিকারপুর গ্রামের আবদুর নুরের ছেলে। সোমবার দিবাগত রাত ৩টায় উপজেলার সাতপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, মাসুক ও আমিনুলের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় ডাকাতি মামলা রয়েছে (মামলা নং- ১২, ১৪-০২-১৯)।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার উপ-পরিদর্শক দেবাশীষ শর্মা বলেন, আসামীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা বয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।