Sharing is caring!
মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ছাত্র ঐক্য পরিষদ (বাউবি),রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে বরণ করে নিয়েছেন জেলা কমিটির নেতা কর্মীরা।
রংপুর লালবাগ খামার মোড়ে আজ শনিবার ২২/০২/২০২০ ইং তারিখে রাশিদুল ইসলাম বাবুর নেতৃত্বে জেলা ও কলেজ কমিটির নেতা কর্মিরা শাহিন আলম হৃদয়কে বরণ করে নেন।
শাহিন আলম হৃদয় জেলা কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
কমিটির সাধারণ সম্পাদক নুর -জামাল পারিবারিক সমস্যার কারনে লিখিত ভাবে অব্যবহিত নেন,
এর পর সহ সভাপতি শাহিন আলম হৃদয় দায়িত্ব বুঝে দেওয়া হয়।
শাহিন আলমের হৃদয়ের সাথে কথা বলে জানা যায় তিনি দায়িত্ব সহকারে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর জেলা কমিটির সকল কার্য পরিচালনা করবেন।