১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রাক-প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০
নাগরপুরে প্রাক-প্রাথমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual5 Ad Code

কে এম সুজন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

টাঙ্গাইলের নাগরপুরে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রাক প্রাথমিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২০, সকালে ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক শিক্ষা ঘিওর কোল মধ্যপাড়া দেলোয়ার হোসেন জজের বাড়িতে এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ‍্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আমজাদ হোসেন রতনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।

 

Manual8 Ad Code

 

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর শাখার মাওলানা মোঃ ইব্রাহিম খান, মাওলানা মোহাম্মদ ইউসুফ হোসেন, ব্যাংকার জাকির হোসেন, আব্দুল হাই তালুকদার সহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Manual2 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে জনাব হুমায়ুন বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অতীব জরুরী। তিনি আরো বলেন, দেশ হতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ সহ বিভিন্ন প্রকারের সমাজ বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ করে মায়েরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, শিশুকে সুশিক্ষা দানসহ বিশেষ করে মায়েরা অগ্রণী ভূমিকা রাখেন।

Manual3 Ad Code

 

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রাক প্রাথমিক শিক্ষার এ স্কুলে আমি প্রতিবছরই এমন অনুষ্ঠানে এসে নিজেকে ধন্য মনে করি। ছোট ছোট শিশুদের পাশাপাশি অনেকগুলো অভিভাবককে একসাথে পেয়ে আমি আনন্দিত। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝেপুরস্কার বিতরণ করা হয়।