২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

চুরি করতে গিয়ে ধরা খেলেন দুই যুবক

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
চুরি করতে গিয়ে ধরা খেলেন দুই যুবক

Sharing is caring!

জনি ইসলাম,রাজশাহী জেলা প্রতিনিধি: রাতের অন্ধকারে চুরি করতে এসে ধরা খেলো দুই যুবক তারা হলেন পবার বালিয়াডাঙ্গা এলাকার মোটরসাইকেল মিস্ত্রি হান্নান এর বড় ছেলে ওহাব এবং একই এলাকার শাহজাহানের মেজো ছেলে নান্টু। তারা রাতের অন্ধকারে অানুমানিক রাত সারে ১১ থেকে সারে ১২ টার মধ্য বালিয়াডাঙ্গা এলাকার এডভোকেট ডাবলু সরকার এর বাসায় মোটরসাইকেল কে টার্গেট করে বাসায় প্রবেশ করলে বাসার লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। দুইজন পালিয়ে যেতে চেষ্টা করলেও ব্যর্ধ হয়। এলাকার লোকজন সহ তাদেরকে ঘেরাও করলে তারা ধরা পরে। এবং বর্তমানে এ দুই যুবক এয়ারপোর্টথানায় পুলিশিং হেফাযতে রয়েছে!!