Sharing is caring!

সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিশিষ্ট স্বর্ণ ব্যাবসায়ী নিউ রূপন্তি জুয়েলার্সের মালিক স্বাগতম বনিককে গত ২৫ জুন রোজ মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। তার সন্ধান চাই স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা অনুমানিক ৭ ঘটিকার সময় বাড়ি থেকে বের হয়ে পাশ্বর্বতী লাখাই উপজেলার মোড়াকরি বাজারে একটি অনুষ্টানের পোষ্টার লাগাতে যায়। এর পর থেকে তিনি নিখোজ, তার সঙ্গে থাকা মোবাইল নাম্বার দুটিও বন্ধ রয়েছে।
এ বিষয়ে তার পরিবার নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ফোন:01712227072 কোনো সহৃদয়বান ব্যাক্তি যদি তার সন্ধান পান তাহলে তার ভাইয়ের মুঠোফোন নাম্বারে যোগাযোগ করার জন্য তার ভাই গৌতম বণিক অনুরুধ জানিয়েছেন।