Sharing is caring!
অনলাইন ডেস্কঃ বরিশাল ব্যুরো সাংবাদিক ও মানব কল্যানে এই প্রথম বারের মতো আত্মপ্রকাশ পেলো পটুয়ায়াখালী জেলা সাংবাদিক কল্যান পরিষদ নামে একটি সংগঠন।
বুধবার বেলা ১১টায় স্থানীয় অভিজাত মল্লিকা রেস্তেরায় পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম,এ হালিম এর সভাতিত্বে অনুষ্টানের উদ্বোধন করেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এম.মনির হোসেন, প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন দৈনিক গনজাগরন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এইচ,এম বাদল,বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,পটুয়াখালী জর্জকোটের এডভোকেট মো: আবুল বাসার,দৈনিক আমাদের কুয়াকাটা পত্রিকার সম্পাদক মো: হাবিবুল্লা খান রাব্বি, অনুষ্টানের উপস্থাপনা করেন,মো:আব্দুল আলিম খান
প্রমূখ।
এছাড়াও স্থানীয় ভিবিন্ন পত্রিকায় কর্মরত
সাংবাদিকগন উপস্তিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভার সম্মক্রিমে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন আব্দুল আলীম খান, সহসভাপতি পদে এস, আল-আমিন, যুগ্ন সাধারন সম্পাদক ১. এম.জাফরান হারুন, ২. মীর মোহাম্মদ মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ এম কে রানা, দপ্তর সম্পাদক রাজিব হোসেন সুজন, প্রচার সম্পাদক টি আই অশ্রু সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।