১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নতুন মিউজিক ভিডিওতে রকিবুল ইসলাম

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
নতুন মিউজিক ভিডিওতে রকিবুল ইসলাম

Sharing is caring!

Manual8 Ad Code

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় সঙ্গীত “আমার প্রান ধরিয়া মারো টান” নিজস্ব ইউটিউব চ্যানেল “রকিবুল ইসলাম আফ্রিদি” তে প্রকাশ পাবে রকিবুলের মডেলিং “আমার প্রাণ” এর মিউজিক ভিডিও। প্রেম, আনন্দ, নদীময় দৃশ্য, আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন রকিবুল ইসলাম। মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করেছেন। গানের কথা লিখেছেন আতানু তিয়াস। গানের সঙ্গীত ও সুর করেছেন ইমন চৌধুরী। মিউজিক ভিডিও-এর প্রসঙ্গে রকিবুল ইসলাম বলেন, ভালোবাসা দিবসে এই গান প্রকাশ পাওয়ার কথা ছিল, কাজের ব্যস্ততার কারণে গানের শুটিং করা হয়নি, তবে গানটি অনেক আগেই করা দরকার ছিল, গ্রামের প্রাকৃতিক পরিবেশ আরো সুন্দর ছিল যখন সরিষা ফুল ছিল, নদীতে পানি ছিল। আমরা যখন শুটিং করি তখন সরিষা ফুল ও নদীতে পানি এবং গ্রামের প্রাকৃতিক পরিবেশ ও পাওয়া যায়নি, তবে আশাকরি শ্রোতাদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে, তিনি আরো বলেন, গানটির মূল টাইটেল ‘আমার প্রান ধরিয়া মারো টান’ তবে নতুন টাইটেল দেওয়ার জন্য নাম দেওয়া হয়েছে “আমার প্রাণ” রকিবুলের কিছু ভক্তরা বলেন
রকিবুল কে ভালো লাগে, সে নিজেই সব কিছু করে, একটি মিউজিক ভিডিও এর ডিরেক্টর, এডিটিং, ডি,ও,পি। মিউজিক ভিডিওতে, ক্যামেরাম্যান ছিলেন শরিফুল ইসলাম, এবং ডিরেক্টর এডিটিং ডি,ও,পি রকিবুল, ইসলামের। এছাড়া মিউজিক ভিডিওতে স্পন্সর করেছেন অনলাইন শপিং মল “ইভেলি” প্রাণ ফ্রুটো।

Manual1 Ad Code
Manual2 Ad Code