১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

টাঙ্গাইলে সেনাপ্রধান আমাদের ভূমি কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেব না

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
টাঙ্গাইলে সেনাপ্রধান  আমাদের ভূমি কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেব না

Sharing is caring!

Manual8 Ad Code

 

মনির সরকার, বিশেষ প্রতিনিধি ::

সেনবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আমাদের ভূমি কোনো সন্ত্রাসীকে ব্যবহার করতে দেব না। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় যেকোনো আগ্রাসান রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত।

 

আমাদের প্রস্তুতি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে।

 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৬টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

 

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়ন করা হচ্ছে। শান্তিরক্ষা মিশনে এখন বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় অবস্থানে রয়েছে। অবস্থান দিন দিন আরও সুদূঢ় হচ্ছে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

 

এর আগে সকালে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তাকে অভ্যর্থনা জানান।

Manual5 Ad Code

 

পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৯ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাপ্রধানকে সালাম প্রদান করেন।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ অন্যান্য সেনা কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিট সমূহ কতৃর্ক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদান করা হয়।

 

এ প্রক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ফিল্ড রিজিমেন্ট আর্টিলারি, ১১ আর ই ব্যাটালিয়ন,  ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩ সিগনাল ব্যাটালিয়ন, ১৭ বীর এবং ১৯ বীর এই কালার প্যারেডে অংশগ্রহণ করে।