১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

গাইবান্ধা জেলা পুলিশের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

admin
প্রকাশিত জুন ২৬, ২০১৯
গাইবান্ধা জেলা পুলিশের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Sharing is caring!

জাহিদুল ইসলাম,গাইবান্ধা থেকে :

আগামী ২৯ জুন ২০১৯খ্রিঃ তারিখ গাইবান্ধা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার যোগ্য প্রার্থীদেরকে বাছাইয়ের মাধ্যমে কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে।এক্ষেত্রে বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীরাই নিয়োগ পাবে। বিজ্ঞপ্তির শর্তানুসারে সব কিছু সঠিক থাকলে বিনা টাকায় স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীরাই নিয়োগ পাবে।

এই নিয়োগকে কেন্দ্র করে একটি প্রতারক ও দালালচক্র টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নাম করে সাধারণ দরিদ্র প্রার্থী এবং তাদের অভিভাবকের নিকট থেকে অর্থ আদায় করার পাঁয়তারা করছে।
উক্ত নিয়োগের ক্ষেত্রে সরকার নির্ধারিত(১০০/-)ট্রেজারী চালানের অতিরিক্ত কোনো টাকা কাউকে দেয়ার প্রয়োজন নেই।কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কেউ যেন টাকা কিংবা প্রতিশ্রুতির বিনিময়ে চাকুরী পাওয়ার নামে প্রতারিত না হন সেই লক্ষ্যে ২২ জুন ২০১৯খ্রিঃ তারিখে গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া,বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্তি পুলিশ সুপার (বি-সার্কেল)জনাব
মোঃ মইনুল হক এবং গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাইবান্ধা সদর থানাধীন বিভিন্ন হাটে-বাজারে,মাঠে-ঘাটে সাধারণ মানুষের কাছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সম্বলিত লিফলেট বিতরণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এই প্রচরণা আজ থেকে শুরু করে আগামী ২৮ জুন ২০১৯ খ্রিঃ তারিখ বিকাল পযর্ন্ত অব্যাহত থাকবে।
গাইবান্ধা জেলার প্রত্যেকটি থানায়,প্রত্যেকটি ইউনিয়নে,এমনকি প্রত্যেকটি গ্রামে গ্রামে লিফলেট বিতরণ সহ সাধারণ মানুষকে প্রতারক বা দালাল চক্রদের কাছ থেকে সাবধান থাকার পরামর্শ প্রদান করবেন।’