১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহেশপুরে স্বপ্নচারীর ক্যারিয়ার নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২০
মহেশপুরে স্বপ্নচারীর ক্যারিয়ার নিয়ে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual4 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

Manual8 Ad Code

মহেশপুরের সাবেক ইউএনও জনাব কামরুল ইসলামের নির্দেশনায় স্বপ্নচারীর সেক্রেটারি ইমরান হোসেনের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও মোটিভেশনাল স্পিচ অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন কি এবং তা কিভাবে বাস্তবায়ন করবে সে সম্পর্কে আলোচনা করা হয়। বর্তমান যুগ তীব্র প্রতিযোগিতার যুগ এবং শিক্ষার্থীদের প্রয়োজন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা।

Manual6 Ad Code

 

তাই জ্ঞানের ফেরিওয়ালা হিসেবে খ্যাত কামরুল ইসলাম মহেশপুরের মেধাবী শিক্ষার্থীদেরকে নিজের তত্ত্বাবধানে ও স্বপ্নচারী স্টাডি গ্রুপের সহযোগীতায় সুনির্দিষ্ট গাইডলাইন এর মাধ্যমে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য বিশেষ ভূমিকা রাখছেন।

 

Manual8 Ad Code

এছাড়াও সরকারি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজ, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ও আলফাতুন্নেছা ডিগ্রী কলেজের অধ্যক্ষদের মাঝে কামরুল ইসলামের লেখা ইংরেজি বইটি শুভেচ্ছা হিসেবে প্রদান করেন ইমরান হোসেন।

 

Manual4 Ad Code

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।