১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে সাপাহার সীমান্তে বিজিবি বিএসএফ-এর সৌজন্য সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে সাপাহার সীমান্তে বিজিবি বিএসএফ-এর সৌজন্য সভা

Sharing is caring!

Manual5 Ad Code

নাইম নওগাঁ প্রতিনিধি:

Manual6 Ad Code

নওগাঁর সাপাহার উপজেলার বামন পাড়ার (উত্তর পাতাড়ী) সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ পাচার রোধ,যে কোন অবৈধ অনুপ্রবেশ রোধ,সহাবস্থান, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষে এ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ- ১৬-বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধীনস্থ বামনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ২৪৪ পিলার এর নিকটবর্তী উত্তর পাতাড়ী নামক স্থানে ভারতের অভ্যন্তরে ১২২ বিএসএফ ব্যাটালিয়নের এল এন পুর বিএসএফ ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় এ দুই দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের ওই সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত সৌজন্য সভায় বিজিবি’র পক্ষে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করেন। এ সময় উপ অধিনায়ক মেজর এ টি এম আহসান হাবীব তার সাথে উক্ত সভায় উপস্থিত ছিলেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র ১২২ বিএসএফ ব্যাটালিয়নের পক্ষে কমান্ড্যান্ট শ্রী এইচ পি এস কান্ডারী ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব প্রদান করেন। সৌজন্য সভায় উভয় দেশের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধভাবে অস্ত্র গোলাবারুদ পাচার রোধ, যে কোন অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বিত টহল জোরদার করণের বিষয়ে বিশেষ ভাবে আলোচনা করা হয়। দুপুর প্রায় ১টায় উভয় দেশের শান্তি ও মঙ্গল কামনা করে সৌহার্দ্যপূর্ণ ভাবে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে ওই সৌজন্য সভা সমাপ্ত হয়

Manual5 Ad Code