১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পিআইও অফিসের ঝাড়ুদার যখন প্রকৌশলী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
পিআইও অফিসের ঝাড়ুদার যখন প্রকৌশলী

Sharing is caring!

Manual4 Ad Code

আবু রায়হান, বাউফল, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিসের ঝাড়ু–দার মো. রফিক হাওলাদার ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে ব্রিজ নির্মাণ কাজ পরির্দশন করছেন একজন প্রকৌশলীর পরির্বতে। সম্পতি এমন চিত্র চোখেপড়ে উপজেলা কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে ব্রিজ নির্মাণ প্রকল্পে। পিআইও অথবা উপ-সহকারি প্রকৌশলীর নির্মাণ কাজ পরির্দশন করার কথা থাকলেও অশিক্ষিত ঝাড়ু–দারের এমন কান্ডে বইছে সমালোচনার ঝড়। এই যখন অবস্থা তখন কাজের মান নিয়ে জনমনে প্রশ্ন। অক্ষর জ্ঞানহীন একজন ঝাড়ুদার প্রকল্পের কাজের মান নির্নয় করে কিভাবে? জানা যায়, অফিস ঝাড়ু–দার হিসাবে রফিক পিআইও অফিসে কর্মরত। তার কাছ অফিস ঝাড়– দেওয়া এবং কর্মকর্তাদের চা আপ্যায়ন করানো।তবে বাস্তব চিত্র ভিন্ন। সংশ্লিষ্ট কর্মকর্তার আশকারায় ওই অফিসের কর্মকর্তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাফিক আছেন একজন প্রকৌশলীর ভূমিকায়। শুধু রফিক নয়, আক্তার হোসেন খোকন নামের এক ব্যক্তিও রাতারাতি হয়ে প্রকৌশলী বনে গেছেন। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, রফিক ও খোকনের দাপটে চলে পিআইও অফিস। বিভিন্ন প্রকল্পের মাস্টার রোলের বিনিময় অর্থ ও দালালি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। …

Manual1 Ad Code
Manual8 Ad Code