১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে গ্রীন লাইন ফাউন্ডেশন এর ( ২ টাকার খাবারের) ভালবাসা দিবস উদযাপন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে গ্রীন লাইন ফাউন্ডেশন এর ( ২ টাকার খাবারের) ভালবাসা দিবস উদযাপন

Sharing is caring!

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ ভালোবাসা মানে নীল প্রজাপতি, ভালোবাসা মানে হার মানা ক্ষতি, ভালোবাসা মানে রূপালী উজান, ভালোবাসা মানে জোসনার গান, ভালোবাসা মানে উষ্ণ নিশীরাতে বরফ গলা নদী…।

কণ্ঠশিল্পী আসিফের গানের কথামালার মতই ভালোবাসা শাশ্বত, ভালোবাসা অবিনশ্বর-চিরযৌবনা এবং সর্বজনীন। বসন্তের আগুন লাগা ফাগুনে প্রকৃতিতে নেমেছে ভালোবাসার মৌসুম। ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালবাসা দিবস। আর সেই ভালোবাসা দিবসের চিরাচরিত ধারণাকে পাল্টে দিয়ে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম এক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করল সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জীবনমান উন্নয়নের লক্ষে কাজ
করে যাচ্ছে.
“গ্রীন লাইফ ফাউন্ডেশন এর”
(২ টাকার খাবার)

(সুবিধাবঞ্চিত ও পথশিশু) ভালবাসা দিবস”
শিরোনামে আয়োজিত অনুষ্টানের সূচনা হয় ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর থানার ঘাট
নদীর পার এ অনুষ্ঠানের আরোজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
গ্রীন লাইফ ফাউন্ডেশন
(২ টাকার খাবার)
‍‍‍‍ প্রধান:
উপদেষ্ঠা নজরুল ইসলাম জুয়েল

মফিদুল ইসলাম লাভলু
সংগঠনের সভাপতি
রোবায়েত হুসাইন রুসাত
সহ সিনিয়র সভাপতি এনামুল হুক ছোটন, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রিয়াদ, মোঃসবুজ, মারিয়া আক্তার মাহিন,বেলী,মোখলেস, জেমি,তানিয়া, রিতু,মুয়িদুর,জাবিন,, আল-আমিন,শুভ,নাইম, মহিবুল,শাকিলা,শান্ত,সোহেল
মোঃ রাসেল মন্ডল, তাজরুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ভালবাসা উদযাপনে করতে ছুটে এসেছিলেন..আর রহমান কর্পোরেশনের
মেনেজিং ডিরেক্টর..
মাহমুদুল মুজিব অভি(স্যার)

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এসেছিলেন বিভিন্ন প্রান্তরের নানান মানুষ সবাই শিশুদের জন্য নিয়ে এসেছিলেন গোলাপ, চকলেটসহ হরেক রকমের উপহার। অনুষ্টানের শুরুতেই আগত অতিথিরা সুবিধা বঞ্চিত এসব শিশুদের খাবার ফুল ও চকলেট দিয়ে ভালবাসা ভাগাভাগি করে নেয়। পরে উপস্থিত অতিথি,
” গ্রীন লাইফ ফাউন্ডেশন”
(২ টাকার খাবার)
পরিবারের সদস্য ও উপস্থিত দর্শকদের সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্টানের শুভসূচনা হয়।

Manual8 Ad Code

অনুষ্টানে সুবিধাবঞ্চিত পথশিশুদের কে খাবার দেওয়া হয়
পরে নৃত্য, গান ও কবিতা আবৃত্তি এবং অভিনয়। শিশুদের পাশাপাশি সংগঠনের সদস্যরাও নাচ ও গান পরিবেশন করে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দে ভরিয়ে তুলে।

অনুষ্টানে আগত অতিথিরা বলেন, বিশ্ব ভালবাসা দিবসে নগরফুল আজকের এই আয়োজনটি ভালবাসা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। সত্যিকারের নিষ্কলুষ ভালবাসা এই শিশুদের মাঝেই নিহিত। এই ধরণের ইভেন্ট আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে “রুবায়েত হোসেন রোশাত বলেন, আপনজনের সাথে আমরা ভালবাসা ভাগাভাগি করি প্রতি নিয়ত।

কিন্তু যাদের ভালবাসা দেওয়ার মত কেউ নেই, যাদের ভালবাসা চাওয়াটাও যেন এক ধরণের অপরাধ তাদের কথা ভেবে
এইবারও আমরা আয়োজন করেছি এই ইভেন্টের। আজকের দিনটাতে অন্তত তাদেরকে ভরিয়ে রাখতে চাই স্বাভাবিক জীবনের স্বপ্নীল আনন্দে।

Manual7 Ad Code

অনুষ্টানে দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পথশিশুদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান আগত অতিথি ও দর্শনার্থীদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন.আর রহমান কর্পোরেশনের
মেনেজিং ডিরেক্টর..
মাহমুদুল মুজিব অভি(স্যার)