Sharing is caring!
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিককে আটক করেছে থানা পুলিশ। আটক প্রেমিকের নাম অনিক হোসেন (২২)। সে উপজেলার ভাংড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা যায়, আটককৃত অনিক হোসেন প্রতিবেশী এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরপর সে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এর সূত্রধরে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই কলেজছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার শয়ক কক্ষে ঢুকে পড়ে অনিক হোসেন।
সে সময় বিষয়টি এলাকাবাসী টের পেয়ে বেলপুকুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক অনিক ও কলেজছাত্রীকে তার শয়ন কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কলেজছাত্রী বাদি হয়ে থানায় অনিকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের একটি মামলা দায়ের করে।
এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক অনিক হোসেনকে ধর্ষণের মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। এবং কলেজছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।