১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি

আনোয়ারায় আগুনে বসতঘর পুড়ে ছাই: প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
আনোয়ারায় আগুনে বসতঘর পুড়ে ছাই: প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Sharing is caring!

আব্দুল করিম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

আনোয়ারায় বিদ্যুৎ শক সার্কিট থেকে ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে।

আজ মঙ্গলবার (২৫জুন) আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আনোয়ারা কলেজের পাশে হরিপদ পন্ডিতের বাড়ীতে হঠাৎ বিদ্যুৎ শর্ট সাকির্ট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

এসময় ৫টি ঘর পুড়ে যাবতীয় সরঞ্জাম সহ আনুমানিক ৫ হতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আনোয়ারা ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্থরা হলেন অঞ্জন চক্রবর্তী, আইকন মহাজন, তপন নাথ, উৎপল পাল, দেবাশীষ চক্রবর্তী ও সুভাশীষ চক্রবর্তী।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল চন্দ্র মিত্র জানান, সকালে আগুনের খবর পেয়ে, আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বিদ্যুৎ শর্ট সাকির্ট থেকে অগ্নিকান্ডের সূত্র পাত ঘটেছে বলে ধারণা। এতে আনুমানিক ৫ হতে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।