১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় আত্মপ্রকাশ করল মাগুরা রিপোর্টার্স ইউনিটি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২০
মাগুরায় আত্মপ্রকাশ করল মাগুরা রিপোর্টার্স ইউনিটি

Sharing is caring!

Manual4 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ সত্য প্রকাশে নির্ভীক স্লোগানে মাগুরায় আত্মপ্রকাশ করল সাংবাদিকদের নতুন সংগঠন মাগুরা রিপোর্টার্স ইউনিটি। গত ১০ ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় সংগঠনটি তাদের গঠনতন্ত্র সকল সদস্যের সম্মতিতে পাস করে ও পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত করা হয়। মাগুরা রিপোর্টার্স ইউনিটির হলরুমে সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটি অ
নুমোদিত করা হয়েছে।
নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিযাত্রা ও অপরাধ জগতের সাংবাদিক মোঃ ফেরদৌস রেজা, সহ-সভাপতি দৈনিক জাতীয় পত্রিকা সরেজমিনের মাগুরা ব্যুরো ইনচার্জ এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক দৈনিক জাতীয় পত্রিকা প্রভাতী খবরের মাগুরা জেলা প্রতিনিধি
মোঃ ইউনুছ আলী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক গ্রামের কাগজ, বেসিক নিউজ টুয়েন্টিফোরের সম্পাদক মোঃ আকরাম হোসেন ইকরাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক জাতীয় পত্রিকা লাখো কন্ঠের জেলা প্রতিনিধি নাজমুল হাসান মিরাজ, সহ – সাংগঠনিক সম্পাদক দৈনিক খেদমতের মোঃ ইমরান হোসেন, কোষাধ্যক্ষ টুয়েন্টি ফোর আওয়ার বিডি এর জেলা প্রতিনিধি মো: আয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক যুব কণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আলী আশরাফ, প্রচার সম্পাদক সাপ্তাহিক কোলাহল, জাতীয় অভিযোগ, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ।
কার্যনির্বাহী সদস্য ১. দৈনিক শীর্ষ খবরের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহীন খন্দকার, ২.ক্রাইম ওয়াচের জেলা প্রতিনিধি রিকো সিকদার, ৩.সজিব বিশ্বাস ৪.সাপ্তাহিক বর্জ্যকলমের জেলা প্রতিনিধি ইমান উদ্দিন সহ প্রমুখ। এছাড়া আইন উপদেষ্টা হিসেবে আছেন মাগুরা জর্জ কোর্টের অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু।
এসময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির হলরুমে কার্যনির্বাহী কমিটির সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ ফেরদৌস রেজা।
মোঃইউনুছ আলীর সঞ্চালনায় সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

উল্লেখ্য মাগুরাতে এর আগে শুধুমাত্র একটিই সাংবাদিকদের সংগঠন ছিল, নতুন এই সংগঠনের মাধ্যমে তরুণ সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষা অনেকাংশে পূরণ হবে বলে অনেকে মনে করেন। উক্ত সভায় সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল ভেদাভেদ ভুলে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ভাবমূর্তি রক্ষায় সকল পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। একই সাথে মাগুরা রিপোর্টার্স ইউনিটির সামগ্রিক উন্নয়ন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual2 Ad Code