Sharing is caring!

পুলিশ কনস্টেবল পদে নিয়োগে স্বচ্ছতার নিশ্চয়তা দিয়ে এবং নিয়োগ বাণিজ্য ও প্রতারণা ঠেকাতে এবং যোগ্য ও মেধাবীদের শুধুমাত্র একশত তিন টাকার (ট্রেজারি চালান একশত এবং ফরম তিন টাকা) বিনিময়ে নিয়োগের সুযোগ নিতে মাইকিংসহ নানা প্রচার প্রচারণা চালাচ্ছে গাজীপুর জেলা পুলিশ।
সোমবার দিনভর কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এমন মাইকিং করতে দেখা গেছে। এছাড়া পুলিশ সুপারের অফিসিয়াল ফেসবুক আইডি ও জেলা পুলিশের ফেসবুক পেজ এও মাঝে মধ্যেই দেয়া হচ্ছে নানান সচেতনতামূলক পোস্ট।
জানা গেছে, আগামী ২৬ জুন (বুধবার) সকাল ৮টায় গাজীপুর পুলিশ লাইন মাঠে টিআরসি (ট্রেইনি রিক্রুট কনস্টেবল) পদে নারী, পুরুষ ও বিভিন্ন কোটাসহ মোট ৫৪ জনকে নিয়োগ দেয়া হবে। বিভিন্ন সময়ের অভিজ্ঞতার আলোকে এবারের পুলিশের নিয়োগে স্বচ্ছতা আনতে নানা উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা পুলিশ।
এছাড়া পুলিশ সদর দপ্তর থেকেও আইজিপি’র নিজস্ব বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদারকি করছে এবং এ নিয়ে বিভিন্ন নির্দেশনা সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে দেয়া হচ্ছে।
এবারের নিয়োগে শুধুমাত্র যোগ্য ও মেধাবীরাই চাকরি পাবে এমন নিশ্চয়তা দিয়ে জনগণকে বারবার সচেতন করার চেষ্টা চলছে। যাতে কোনো প্রতারকের ফাঁদে কেউ পা না বাড়ায় এবং কোনো ধরনের অবৈধ লেনদেন থেকে সংশ্লিষ্টরা বিরত থাকেন।
জনসচেতনতা বাড়াতে জেলার থানায় থানায় মাইকে প্রচারণা চালাচ্ছে জেলা পুলিশ। এসব মাইকে পাড়া মহল্লায় চলছে প্রচার-প্রচারণা। মাইকিং ও ফেসবুকের মাধ্যমে ঘুষ বা প্রতারণা ঠেকানো এবং অনেক যোগ্য প্রার্থী নিয়োগের খবর পেয়ে নিয়োগ প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন বলেও মনে করছেন স্থানীয়রা।
কালীগঞ্জ উপজেলার স্থানীয়রা বলছেন, আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই নিয়োগ দেয়া হতো। ফলে প্রচারণার অভাবে অনেক যোগ্য ও মেধাবী নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারত না। এ বছর মাইকিং করায় সমাজের প্রতিটি মানুষ জানতে পেয়েছে ২৬ জুন পুলিশে নিয়োগ পরীক্ষা রয়েছে। এ প্রচারণায় প্রতারক চক্র থেকে চাকরি প্রত্যশীরা সাবধান হওয়ার সুযোগ পেয়েছে। জেলা পুলিশের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান তারা।
গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, অনেক সময় প্রার্থীরা প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব হারান। যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন সেজন্য আমাদের এই প্রচারণা।
তিনি জানান, শুধুমাত্র মেধা যোগ্যতার ভিত্তিতেই চাকরির সুযোগ পাবে প্রার্থীরা। তাই কোনো প্রকার লেনদেন না করতে চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি