১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ঝুকিপূর্ণ তালিকায় ময়মনসিংহ মহানগরীর পাট গুদাম রেল ব্রীজ, চুরি হচ্ছে স্লিপারের নাট গুলো

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
ঝুকিপূর্ণ তালিকায় ময়মনসিংহ মহানগরীর পাট গুদাম রেল ব্রীজ, চুরি হচ্ছে স্লিপারের নাট গুলো

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহ মহানগরীর পাট গুদাম এলাকার ভ্রক্ষপুত্র নদীর উপর তৈরি প্রায় ১০০ বছরের পুরানো রেল সেতুটি ঝুকিপূর্ণ তালিকায়।
ময়মনসিংহ মহানগর রেল স্টেশন হাতে নেত্রকোনা, জারিয়া,ইশ্বরগজ্ঞ,সুসমদূর্ঘাপুর, সহ প্রায় স্থানের গড়ে প্রতিদিন ২ লক্ষাধিক জনসাধারণের চলাচলের একমাত্র বাহন এই রেল।ময়মনসিংহ মহানগরে স্থাপিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রম্মপুত্রে নদীর উপর তৈরি প্রায় ১০০ বছরের পুরোনো এই রেল সেতুটি ঝুকিপূর্ণ হওয়ার চলাচলরত সাধারণ ট্রেন যাত্রীগন হুমকির মুখে।দীর্ঘদিন যাবত সেতুটির নির্মান কাজ না করায় এখন রেলসেতুটির জরাজীর্ণ অবস্থা। সরজমিনে গিয়ে দেখা যায় সেতুর মধ্যস্হ কাঠের পাটাতন গুলি পুরোনো হয়ে প্রায় স্থানে ভেঙে পরেছে।পাটাতনের পাশে লাগানো লোহার এঙ্গেল গুলিও ভেঙ্গে শুন্যপ্রায়। বিভিন্ন জায়গায় লোহার এঙ্গেল গুলি খুলে পরে যাওয়াতে। হুমকির মুখে আছে রেলসেতুটি। সম্প্রতি ঘটে যাওয়া মৌলভীবাজারের কুলাউরা এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় ৫ জনের মৃত্যু ও প্রায় দুই শতাদিক জনসাধারণ আহত।এদের মধ্যে কয়েকজনের অবস্থা আটসংখ্যা জনক।
তাই এই রেলপথে চলাচল রত যত্রীগন ও ময়মনসিংহ বাসীর একমাত্র দাবী যেন দ্রুত রেল সেতুটি মেরামত করাহয়।স্থানীয়রা জানান কুলাউড়া ট্র্যাজেডি এর মত আমরা ময়মনসিংহ বাসীও চাইনা সেরকম একটা ট্র্যাজেডি ঘটুক ব্রহ্মপুত্র রেল ব্রীজে। ১০০ বছরের উপর হয়ে গেছে। সেই সাথে চুরি হচ্ছে স্লিপারের নাট গুলো।
সেইম ঘটনা যাতে না ঘটে সেই লক্ষে কর্তৃপক্ষের কাছে আবেদন ব্রহ্মপুত্র ব্রীজ সহ ছোট বড় সকল ব্রীজের কোন ক্রুটি বা ফিটনেস ঠিক আছে কি না তা দেখার জন্য।