২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে আনসারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

admin
প্রকাশিত জুন ২৫, ২০১৯
কালিয়াকৈরে আনসারদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে সোমবার সাধারণ সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (পুরুষ ৪র্থ ধাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার ভিডিপি একাডেমি) নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) নির্মলেন্দু বিশ্বাস, উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ মাহবুব উল ইসলামসহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাগণ। ১০ সপ্তাহ মেয়াদী এ মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ৪র্থ ধাপ) ১ হাজার ৭৪ জন সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ১ম স্থান অধিকারী চৌকস, ফায়ার, ড্রিল প্রশিক্ষণার্থী তিনজনকে পুরস্কার প্রদান করেন। এর আগে তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।