Sharing is caring!

পুনম শাহরীয়ার ঋতু, বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমিতে সোমবার সাধারণ সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (পুরুষ ৪র্থ ধাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক ও কমান্ড্যান্ট (আনসার ভিডিপি একাডেমি) নিমাই কুমার দাস, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ কামাল মামুন, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) নির্মলেন্দু বিশ্বাস, উপ-মহাপরিচালক (অপারেশন) মোঃ মাহবুব উল ইসলামসহ বাহিনীর সদর দপ্তর ও একাডেমির উর্ধ্বতন কর্মকর্তাগণ। ১০ সপ্তাহ মেয়াদী এ মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ৪র্থ ধাপ) ১ হাজার ৭৪ জন সদস্য অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ১ম স্থান অধিকারী চৌকস, ফায়ার, ড্রিল প্রশিক্ষণার্থী তিনজনকে পুরস্কার প্রদান করেন। এর আগে তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।