Sharing is caring!
তৌফিকুর রহমান আজাদ, (লোহাগাড়া) চট্টগ্রামঃ
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত শাহরাস্তি উপজেলা কমিটির উদ্যোগে পৌর কমিটি গঠনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে কবি ও সাংবাদিক হাসানুজ্জামানকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।
৭ ফেব্রুয়ারী শুক্রবার বাদ আছর নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উক্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে হাসানুজ্জামানকে আহ্বায়ক ও আবুল কালাম কালুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রব আল কাদেরী।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা কমিটির সভাপতি মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত শাহরাস্তি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জালাল উদ্দীন কাশেমী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওঃ আবুল হাসনাত জুলহাস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মোঃ শরীফুল ইসলাম, সদস্য মাওঃ বাদরুদ্দোজা, ইসলামী ছাত্রসেনা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল তালুকদারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।