১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি

ট্রেন দুর্ঘটনার পর এবার কুলাউড়ায় মর্মান্তিক বাস দূর্ঘটনা!

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৯
ট্রেন দুর্ঘটনার পর এবার কুলাউড়ায় মর্মান্তিক বাস দূর্ঘটনা!

Sharing is caring!

অভিযোগ ডেস্ক :: কুলাউড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান মিয়া নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার তেলীবিল গ্রামে।

আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার চাতলগাঁও জালালাবাদ গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটি জালালাবাদ গ্যাস অফিসের দেয়াল ভেঙে সামনের অংশ ভেতরে ঢুকে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান- যাত্রীবাহী বাসটি সিলেট থেকে কুলাউড়া আসছিল এবং মোটর সাইকেলে করে বিপরিত দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা সুলেমান মিয়া। চাতলগাঁও জালালাবাদ গ্যাস অফিসের সামনে আসামাত্র বাস এবং মোটর সাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা সুলেমান মিয়ার মৃত্যু হয়