১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে আ’লীগ নেতা মান্নান
হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
লক্ষ্মীপুরে আ’লীগ নেতা মান্নান<br>হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

Sharing is caring!

Manual4 Ad Code

ওমর শাকিল,লক্ষ্মীপুর জেলা প্রতিনিদি :
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায়
তিনজনের ফাঁসি ও পাঁচজনের
যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
দিয়েছে আদালত।

Manual7 Ad Code

এসময় প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা
সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এই
রায় দেন। জেলা জজ আদালতের
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো.
জসিম উদ্দিন মামলার রায়ের বিষয়টি
নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা
মান্নান হত্যা একটি নৃশংস ঘটনা।
রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
কফিল উদ্দিন আদালতে উপস্থিত
ছিলেন। বাকি আসামিরা পলাতক।’
তবে আসামিপক্ষের আইনজীবী এ কে
এম হুমায়ুন কবিরের দাবি, উদ্দেশ্য
প্রণোদিতভাবে আসামিদের মামলায়
জড়িয়ে হয়রানি করা হচ্ছে। হত্যার
সঙ্গে আসামিরা জড়িত আছে বলে
আদালতে প্রমাণ হয়নি।
এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল
করবেন বলেও জানান তিনি। ফাঁসির
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আবদুর
রহমান ও মো. জয়নাল। যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জুলফিকার,
খোরশেদ আলম, ইয়াসিন আরাফাত
রাফি, মো. মুক্তার ও মো. শাহজালাল।
আদালতের একটি সূত্র জানায়, নিহত
আবদুল মান্নান ভূঁইয়া সদর উপজেলার
চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের
সভাপতি ছিলেন। ২০১৪ সালের ২১ মে
রাতে ঘর থেকে ডেকে নিয়ে
মান্নানকে গলা কেটে হত্যা করা হয়।
রাতে বাড়ির পাশে তার মরদেহ পড়ে
থাকতে দেখা যায়। চারদিন পর
নিহতের স্ত্রী আঞ্জুম আরা বেগম
বাদী হয়ে অজ্ঞাত আসামিদের
বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা
দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা
গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮
জনের বিরুদ্ধে আদলতে চার্জশিট
দাখিল করেন। পিপি জানান, দীর্ঘ
সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে
হত্যাকাণ্ডের সঙ্গে আসামিরা জড়িত
রয়েছে বলে আদালতে প্রমাণিত হয়।

Manual1 Ad Code