১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিএনপির পুনঃনির্বাচনের দাবি ‘মামা বাড়ির আবদার’: কাদের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
বিএনপির পুনঃনির্বাচনের দাবি ‘মামা বাড়ির আবদার’: কাদের

Sharing is caring!

Manual5 Ad Code

মোঃ সামিউল্লাহ,ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপির পুনঃনির্বাচনের দাবিকে ‘মামা বাড়ির আবদার’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির এমন দাবির সমালোচনা করে তিনি বলেছেন, ‘এটা মামা বাড়ির আবদার। বিএনপি এখন বলার জন্য বলছে। বিরোধিতার জন্য বিরোধিতা করছে। তারাও জানে, এ নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকার দুই সিটি ভোটের ফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশনে ভায়োলন্স হয়েছে, এটা কেউ বলবে না। আর এই ইলেকশনে কারচুপি জালিয়াতি করারও কোনও সুযোগ নেই। যদি ইলেকশনে কোনও প্রকার জালিয়াতি কারচুপি হতো তাহলে ভোটের টার্ন আউট অনেক বেশি হতে পারতো। টার্ন আউট কিন্তু ৩০ শতাংশেরও নিচে।’

Manual8 Ad Code

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘কারচুপি জালিয়াতি হলে তো এই উপস্থিতি এতো কম হওয়ার কথা না। কারচুপি করে ইভিএমে জেতার কোনও সুযোগ থাকে না। কারচুপি যাতে না হয় সেজন্যই আধুনিক প্রযুক্তি। কারচুপি রোধ করার জন্যই এ ব্যবস্থা।’

Manual8 Ad Code

নির্বাচনে কোথাও দু-একটা বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত ঘটনাকে অত্যন্ত মাইনর উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতি যেমনই হোক, প্রার্থীরা জনগণের ভোটেই নির্বাচিত হয়েছে।’

Manual1 Ad Code
Manual2 Ad Code