১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
বাসুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Sharing is caring!

Manual8 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেবাশীষ বিশ্বাসের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৪ নং উজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শ্যামল কান্তি বোস।
বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্যামল কান্তি বোস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি বিশ্বাস, ৬৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিনবন্ধু বিশ্বাস, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মুকুলেশ বিশ্বাস সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
সভায় সর্ব সম্মতিক্রমে স্বপন চৌধুরীকে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
সভাপতির বক্তব্যে দেবাশীষ বিশ্বাস বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মনোনিবেশ এবং স্কুলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য।
এদিকে পৃথকভাবে কমিটির সদস্য ও স্কুলের শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির নের্তৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।