১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি

ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৯
ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

Sharing is caring!

কুলাউড়া থেকে ফিরে আব্দুল করিম :: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এদিকে রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের বগি ছিটকে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আহত হয়েছে শতাধিক। এ ঘটনায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।