১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সায়েদাবাদে অচেতন অবস্থায় চীন ফেরত বাংলাদেশি উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
সায়েদাবাদে অচেতন অবস্থায় চীন ফেরত বাংলাদেশি উদ্ধার

Sharing is caring!


Manual7 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

রাজধানীর সায়েদাবাদ থেকে চীন ফেরত এক বাংলাদেশি যুবককে উদ্ধার করেছে পুলিশ। হৃদয় খান (২৫) নামে সেই যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করছে পুলিশ।

Manual8 Ad Code

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার কাছে থাকা একটি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। পাসপোর্টের ১১ পাতায় লেখা আছে ‘চীনা ভিসা’।
সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মিয়া জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানতে পারি, সায়েদাবাদ বলাকা বাস টার্মিনালের ভেতরের রাস্তায় অচেতন অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই। সেখানে তার ‘স্টমাক ওয়াশ’ করার পরে মেডিসিন বিভাগে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন।
এএসআই সুজন মিয়া জানান, হৃদয়ের সঙ্গে একটি পাসপোর্ট পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে তার বিষয়ে তথ্য জানা গেছে।
হৃদয়ের দূর সম্পর্কের নানা আবু সিদ্দিক সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। হৃদয়ের বাবার মনির হোসেন। গত আট মাস আগে হৃদয় চীনে গিয়েছেন বলে পরিবার দাবি করেছে। সেখানে হৃদয় একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে হৃদয় বাংলাদেশে আসেন। পরে এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিলো তার।
এএসআই আরও জানান, অচেতন যুবকের কাছে পাসপোর্টসহ কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেখানে চায়না ভিসাসহ থাইল্যান্ডের টিকিট পাওয়া গেছে। তবে, এটা নিশ্চিত অচেতন যুবক ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। তবে, তিনি চীন নাকি থাইল্যান্ড থেকে এসেছেন তা জানা যায়নি।

Manual1 Ad Code
Manual5 Ad Code