১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চারদিনেও উদ্ধার হয়নি শিশু আশামনি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
চারদিনেও উদ্ধার হয়নি শিশু আশামনি

Sharing is caring!

Manual1 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual2 Ad Code

চারদিনেও উদ্ধার হয়নি শিশু আশামনি
এখনও উদ্ধার হয়নি রাজধানীর কদমতলীর খালে নিখোঁজ শিশু আশামনি। রায়েরবাগের মোহাম্মদবাগ খালে পড়ে চারদিন ধরে নিখোঁজ রয়েছে শিশুটি। চতুর্থদিনের মত উদ্ধার অভিযান চলছে।
মঙ্গলবার, তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। শুরু থেকে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিস। আশামনিকে পেতে অধীর অপেক্ষায় দিন পার করছেন তার বাবা-মা ও এলাকাবাসী। সন্তানকে ফিরে পেতে গতকাল মানববন্ধন করেছে তার পরিবার।

Manual1 Ad Code

শনিবার বিকেল ৪টার দিকে রায়েরবাগ-কদমতলী সড়কে ডিএনডি খালের ওপর কালভার্ট ব্রিজে আরেক শিশুর সঙ্গে বল খেলছিলো শিশু আশামনি। খালের পানিতে জমে থাকা ময়লার ভারি স্তূপের ওপর হঠাৎ বলটি পড়ে যায়। আশামনি বলটি কুড়াতে ময়লার স্তূপের ওপর পা রাখামাত্র স্তূপটি পানিতে ডুবে যায়। মুহূর্তের মধ্যে পানির স্রোতে সে অন্যত্র চলে যায়।