Sharing is caring!
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের একনাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে। ভগমান শ্রী কৃষ্ণেনের সন্তুষ্টি লাভের জন্য এটি পানল করে থাকে। এতে অংশনেন সনাতন ধর্মের অনুসারীরা। এতে কীর্তন পরিবেশন করেন দিপারানী সম্প্রদায়, বিশ্ব বন্ধু সম্প্রদায়, সরস্বতী সম্প্রদায়, সুরধ্বনী সম্প্রদায়, নব বৃন্দাবন সম্প্রদায়, মা জননী সম্প্রদায়, কল্যানী রানী ঘোষ সম্প্রদায় (ভারত), সহ আরো অনেকে। একনাম কীর্তনে ভগবান শ্রী কৃষ্ণের সন্তুষ্টি লাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। উক্ত একনাম কীর্তনে সভাপতিত্ব করেন শ্রী রবি রায় সভাপতি ৫ নং ওর্য়াড আওয়ামীলীগ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহেদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় হর্কাসলীগ ও সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী গোতমরায়, শ্রী নিয়াসা রায়, শ্রী প্রানধন রায়, শ্রী জয় চন্দ্র রায়। অভ্যার্থনায় ছিলেন শ্রী নেপাল রায়।