১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
নাগরপুরে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Sharing is caring!

Manual1 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২০ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বছর নাগরপুরে ১ টি কেন্দ্র সহ ৬ টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ০৩ ফেব্রুয়ারি ২০২০, পরীক্ষার প্রথম দিনে এসএসসি ২১৭৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ৭ জন,ভোকেশনাল শাখার ২৯১ জনের মধ্যে ৩ জন এবং মাদ্রাসা শাখার ৪০৪ জনের মধ্যে ৭ জন অনুপস্থিত ছিল।

Manual7 Ad Code

পরীক্ষা শুরু হওয়ার পরপরই নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকরী কমিশনার (ভূমি) তারিন মসরুর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন।
এসময় ইউএনও ফয়েজুল ইসলাম বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেছি। উপজেলার সবকটি ভেন্যুতে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নাগরপুর সরকারি যদুনাথ মডেল স্কুল, শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ান খান উচ্চ বিদ্যালয় ও নাগরপুর কেন্দ্রীয় আলীম মাদ্রাসা সহ সকল ভেন্যুতে খুব সুন্দর, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Manual6 Ad Code