১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক,সন্ত্রাস,জঙ্গি বিরোধী মহাসমাবেশ মঞ্চের প্রস্তুতি পরিদর্শন করেছেন মেয়র

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
মাদক,সন্ত্রাস,জঙ্গি বিরোধী মহাসমাবেশ মঞ্চের প্রস্তুতি পরিদর্শন করেছেন মেয়র

Sharing is caring!

Manual4 Ad Code

আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি লালদিঘী ময়দানে নগরীর ৪১ ওয়ার্ডের সমন্বয়ে দুর্নীতি, সন্ত্রাস,জঙ্গি, মাদক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে লালদিঘী ময়দানে নানামুখী সাজসজ্জার আয়োজন শুরু হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মহাসমাবেশ স্থলের প্রস্তুতি পরিদর্শন করতে যান। এসময় তিনি সংশ্লিষ্টদের সাথে আয়োজনের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র সংশ্লিষ্টদেরকে আয়োজনে যেকোনরকম সমস্যা অনুষ্ঠান শুরুর আগে সেরে ফেলার নির্দেশনা দেন। এসময় চসিক প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জহর লাল হাজারী, সলিমুল্লাহ বাচ্চু, এইচ এম সোহেল, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, এরশাদ উল্লাহ, ইয়াসিন চৌধুরী আশু, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা বেগম, মেয়রের একান্ত সহকারী আবুল হাশেম, হাজী সাহাবুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।