১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তরুণ সাংবাদিক আবুসাঈদ ১৯ তম জন্মদিন আজ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২০
তরুণ সাংবাদিক আবুসাঈদ ১৯ তম জন্মদিন আজ

Sharing is caring!


Manual5 Ad Code

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকা শ্রীপুর উপজেলা প্রতিনিধি আবুসাঈদগ এর ১৯তম জম্মদিনন আজ পালিত হয়। আজ দুপুর ১২টাই শ্রীপুর বিশ্ববিদ্যালয়ের কলেজের নতুন ভবনের ৩য় তলায় জন্মদিনের পাটি আয়োজন করা হয় ।
উক্ত জন্মদিনেরপাটি তে পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন আলোকিত দিগন্তর ২৪এর সম্পাদক ও প্রকাশক আল আমিন এবং তার প্রিয় শিক্ষিকা ও শিক্ষক জনাবা সাহান আক্তার, সাইফুদ্দিন মন্ডল, মানিক মুসি,আমিনুল ইসলাম।
তার প্রিয় বন্ধু ,মোহাম্মদ তারিকুল,রিপোর্টার মনির রিপোর্টার রাকিবুল হাসান ,আজাহার, মাহফুজ,ইমরান,তানিয়া,মাবিয়া,জমিশ,প্রমুক।
জাতীয় সাপ্তাহিক অভিযোগ পত্রিকা পক্ষ থেকেই
রইল আবুসাঈদ প্রতি শুভকামনা।

বড় হয়ে “দেশ ও জাতির কল্যাণে “কাজ করার লক্ষে শিক্ষক হতে চাই আবুসাঈদ।

Manual5 Ad Code

সকলের কাছে আবুসাঈদ দোয়া প্রার্থী !সকলে তার জন্য দোয়া করবে,সে যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code