১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাগুরায় কৃষি প্রযুক্তি মেলা ২০২০

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
মাগুরায় কৃষি প্রযুক্তি মেলা ২০২০

Sharing is caring!

Manual6 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,খামারবাড়ির আয়োজনে স্থানীয় কালেক্টরেট চত্বরে আজ ১লা ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি, তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২০ শুরু হয়েছে।

Manual3 Ad Code

মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই কৃষি প্রযুক্তি মেলা ২০২০ উদ্বোধন করেন। সমন্বিত উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাকরন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। আজ সকালে বর্ণাঢ্য রেলি শেষে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহিদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান বাবু পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহসহ প্রমূখ।

আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশ যেহেতু কৃষি নির্ভর দেশ সেহেতু কৃষি উন্নয়নে সরকার যথাসম্ভব সকল ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরো বলেন, কৃষক এবং তাদের পরিবার যাতে উন্নত জীবনযাপন করতে পারে, সরকার সে বিষয়ে অত্যন্ত যত্নশীল।

মেলার দক্ষিণ পাশের লাইনে পূর্ব দিকে মৎস্য অধিদপ্তরের স্টলে মাগুরা বায়োফ্লক মৎস্য খামারের পক্ষ থেকে সবাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের কলাকৌশল সম্পর্কে ধারণা ও পরামর্শ দেয়া হচ্ছে।

Manual2 Ad Code

মেলায় ২০টি স্টলে বিভিন্ন রকম কৃষিপণ্য এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হয়েছে।

Manual5 Ad Code