Sharing is caring!
বৃহত্তর নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ সমিতি কুয়েত ও নারায়ণগঞ্জ মানব কল্যান পরিষদ কুয়েত এর যৌথ উদ্যোগে ৩০শে জানুয়ারী বৃহস্পতিবার সোনারগাঁও থানার নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া ইসলামিয়া ইব্রাহিমিয়া হাফিজিয়া মাদ্রেসা ও এতিম খানা লিল্লাহি্ বোডিং এর ছাএদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর নারায়ণগঞ্জ সমাজ কল্যাণ সমিতি কুয়েত এর সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন রানার ছেলে সৌরভ আহম্মেদ ও তার ভাতিজা মোঃ শাহিন, ও নারায়ণগঞ্জ মানব কল্যান পরিষদ কুয়েত এর সাধারণ সম্পাদক মোঃ সুহেল জসিম এর ভাতিজা সজিব আল হাসাল,নাজমুল হুদা,সোহাগ খান,ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুহুসহ অত্র মাদ্রেসার শিক্ষকবৃন্দ ।
মানবতার সেবায় কাজ করার লক্ষে এই সংগঠন দুটি সমাজ পরিবর্তনের জন্য নিজের অর্জিত সম্পদ দিয়ে মানবতার সেবায় কাজ করাই হল সংগঠনটির মূল লক্ষ্য । আগামিতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে জানান সংগঠনের নেতৃবৃন্দ।