Sharing is caring!


আলহাজ্ব কারী মোঃ আমিনুর রাহমান মামুন :
আজ ৩০শে জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় HEXA’S গোবিন্দগঞ্জ শাখায় সতস্ফুর্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে JSC/JDC এবং অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
HEXA’S গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের ম্যানাজার নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও শিক্ষক জনাব মাহবুব হাসান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন Spoken English-127 ব্যাচের শিক্ষার্থী মাহফুজ হাসান রুহান, কাছিদা পরিবেশন করেন তাহমিনা বেগম। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। Spoken Batch 116 এর ছাত্র মোঃ কামরান হুসাইন ( Mr HEXA’S 2020) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আব্দুল মালিক শিপন স্যার ( ম্যানেজিং ডিরেক্টর HEXA’S Gobindaganj), বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব সফির উদ্দিন, আলহাজ্ব কারী মোঃ আমিনুর রাহমান মামুন ( সাংবাদিক অভিযোগ প্রতিনিধি), জনাব মেহেদী হাসান (Faculty Member), মাহবুব হাসান ( Faculty Member)। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন Spoken English-127 ব্যাচের শিক্ষার্থী নাহিদ হাসান জয়, গুলসান, সুফিয়ান ও তাবাচ্ছুম। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রায় ৫০ জনের ও বেশি শিক্ষার্থী আজ অতিথিদের কাছ থেকে তাদের সার্টিফিকেট গ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ HEXA’S গোবিন্দগঞ্জ ব্রাঞ্চের সার্ভিস সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন এবং HEXA’S গোবিন্দগঞ্জের সফলতা ধারাবাহিক রাখার জন্য পরামর্শ দেন।
HEXA’S গোবিন্দগঞ্জ
মোবাইল : 01715-006017