Sharing is caring!
মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চর রুহিতা ইউনিয়ন নিবাসি মৃত সফিক মিঞার মেয়ে জাহানারা বেগম কে ১ নং উত্তর হামছাদি ইউনিয়নের বাসু বাজার কোতোয়াল বাড়ির মৃত আমিন উল্যা মিঞার ছেলে আবুল হাশেম গত ১১/১০/২০১৪ ইং তারিখে তিন লক্ষ টাকা দেনমোহর ধার্ষ্য করে ধুমধামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বলে কাবিন নামা ও অভিযোগ সূত্রে জানা যায়। গত দেড়মাস পূর্বে জাহানারা একটি পুত্র সন্তানের জন্মদেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সন্তানের পিতা আবুল হাশেম মিঞা বলতে থাকেন, এই সন্তান অবৈধ এবং নবজাতক সহ জাহানারাকে জোর পূর্বক বাড়ি থেকে বের করে দেয় বলে আমাদের এ প্রতিবেদক কে ভুক্তভোগী জানান। আরো জানাযায় বর্তমানে ভুক্তভোগী ও নবজাতক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এলাকাবাসী সহ সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।