Sharing is caring!
মোঃ বাদশা মিয়া, বিশেষ প্রতিনিধিঃ লালমনিরহাট: পেশাগত দায়িত্ব পালন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন লালমনিরহাট কারাগারের জেলার মাসুদুর রহমান (৫০)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১. ১৫ মিঃ টার দিকে তিনি অসুস্থতা অনুভব করলে সাথে সাথে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
জেলার মাসুদুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে। তিনি ২০১৬ সালের জুন মাস থেকে লালমনিরহাট কারাগারে জেলার পদে কর্মরত ছিলেন।
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন জেলার মাসুদুর রহমান। চিকিৎসকের পরামর্শে কিছুটা সুস্থতা নিয়ে দায়িত্ব পালন করছিলেন। বুধবার সকাল ১১.১৫ টার দিকে কারাগারে নিজস্ব অফিস কক্ষে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সহকর্মীরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মাসুদুর রহমানের মরদেহ লালমনিরহাট কারাগারে নেওয়া হয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের নিকট গ্রামের বাড়ি ময়মনসিংহে পাঠানো হবে বলেও জানান জেল সুপার কিশোর কুমার নাগ।