Sharing is caring!
( রূপগঞ্জ) নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গত ৬ জানুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।সেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। এর আগে গোলাম দস্তগীর গাজীর জন্য দেশবাসীর কাছে দোয়া চায় তার পরিবার, সকলের দোয়ায় গোলাম দস্তগীর গাজী সম্পূর্ন সুস্থ হয়ে গত ২১ জানুয়ারি মঙ্গলবার হাসপাতাল ছাড়েন। সুস্থ হয়ে গত শুক্রবার সকাল ৮ টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমানবন্দরে মাধ্যমে দেশে ফিরে। এরপর তিনি তার মন্ত্রণালয়ের ও দলীয় কাজে ব্যস্ত হয়ে পরে। পরে মন্ত্রী গাজীর সাথে দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা দেখা করে। এবং তার শারিরীক সুস্থতার খবর নেন। গতকাল ২৯ শে জানুয়ারি দুপুরে মন্ত্রীর সিদ্ধিরসি বাসভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন । এই সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু , উপজেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা, শেখ রাসেল নগর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ সভাপতি নাজমা খান, শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আব্দুল আলী সিকদার, আনিস মল্লিক, রাসেল নগর যুবলীগ সভাপতি ডাক্তার আনোয়ার, সাধারন সম্পাদক আবিদ হাসান চাঁন, স্বেচ্চাসেবক সাধারন সম্পাদক আবু বকর ছিদ্দিক, ছাত্রলীগ সভাপতি আরাফাত, সাধারন সম্পাদক স্বর্ণালী মহিলালীগ সভাপতি নাজমীন সুলতানা,সাধারন সম্পাদক শাকিলা প্রমুখ।