Sharing is caring!
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর থানার জগদল ইউনিয়ানের জাগলা গ্রামের হতদরিদ্র সাইফুল ইসলাম এর গোয়াল ঘরে মঙ্গলবার রাত ২.৩০মিনিটের সময় বিদ্যুৎ থেকে আগুন লেগে ৩ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন আমার গোয়ালে রাখা ২টা গরু, পাশে ছিলো মুরগির ঘর আর কবুতর ঘর সব পুড়ে আমি পথের ভিক্ষারি হয়ে গেলাম।
আমার ঐ ২টা গরু দিয়ে গাড়ীতে করে অন্যের জমি থেকে ধান এনে সংসার চালাতাম এখন আমার স্ত্রী, ২টা ছেলে আর একটি মেয়ে সন্তান নিয়ে কিভাবে চলবো আর কেমন করে সংসার চালাবো?
জগদল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে তাদের সান্তনা দেন এবং সব সময় তাদের পাশে থাকার কথা বলেন।