১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
কমলগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

Sharing is caring!

Manual2 Ad Code

কৃষ্ণা শর্ম্মা-কমলগঞ্জ(উপজেলা): কমলগঞ্জের

Manual6 Ad Code

পৌর এলাকায় হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আদমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকে হাজার হাজার দর্শনার্থী মাঠের চারপাশে জড়ো হয়। ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড় দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সস্পাদক এ এস এম আজাদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান,যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ প্রমুখ। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন দর্শনার্থীরা।

Manual7 Ad Code