১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরে প্রধান ডাকঘরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের সর্ব স্তরের সাংবাদিকরা

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
রংপুরে প্রধান ডাকঘরে সাংবাদিকদেরকে লাঞ্ছিত ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রংপুরের সর্ব স্তরের সাংবাদিকরা

Sharing is caring!

Manual5 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম জাহিদঃ (রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান)

Manual2 Ad Code

ঘটনাস্থল থেকে জানা যায়, মঙ্গলবার ২৮শে জানুয়ারি,দুপুর বেলা আনুমানীক বেলা ২ টার সময় একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি ও সংবাদের জেলা বার্তা প্রতিবেদক লিয়াকত আলী বাদলসহ পাঁচ সাংবাদিক প্রধান ডাকঘরে গেলে পোস্ট মাস্টারসহ ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের লাঞ্ছিত করেন।
সেই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে রংপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা কাচারী বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সাংবাদিকদের লাঞ্ছিত ও মারধরের ঘটনার সংবাদ জানতে পেরে রংপুর বিভাগীয় জেনারেল পোস্ট মাস্টার প্রদীপ কুমার ঘটনাস্থলে দ্রুত এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এবং পরে
ঘটনার সঙ্গে জড়িত সহকারী পোস্টাল মাস্টার শাহানাজ বেগম, পোস্টাল অপারেটর সৈয়দা আফরোজ পলি, ইডি কর্মকর্তা সাহেব আলী ও চালক ফরহাদ রেজাকে প্রধান ডাকঘর থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দেন।
২৮-০১-২০২০ ইং

Manual1 Ad Code