১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ কুষ্টিয়া মিরপুর পাগলা বাজারে – জাসদের কর্মি সভা অনুষ্টিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২০
আজ কুষ্টিয়া মিরপুর পাগলা বাজারে – জাসদের কর্মি সভা অনুষ্টিত

Sharing is caring!

Manual6 Ad Code

মহিবুল ইসলাম (রাজু)বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

আজ বিকাল ৪টায় মালিহাদ ইউনিয়ন শাখা পাগলা বাজারে কর্মিসভা অনুষ্ঠিত হয়,কর্মি সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের প্রচার ওপ্রকাশনা সম্পাদক জনাব কারশেদ আলম তিনি বলেন জাসদ এগিয়ে নিতে হলে আমাদের সবাই কে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে,যারা জাসদ করে তারা কখনো সার্থের পেছনে ছুটে না,তাই সব নেতা কর্মিকে সৎ ভাবে সামনের দিখে আগাতে হবে,এই দিক নির্দনা দেন এবং মিরপুর থানা জাসদের সাধারন সম্পাদক আহম্মেদ আলি বলে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এম্পি মহাদয়ের মাধ্যমে আমরা মিরপুর থানা প্রতিটি ইউনিয়ে রাস্তাঘাট এবং মিরপুর থানা সব স্কুল কলেজ মাদ্রাসা লেখা পড়ার মান উন্নয়ন হয়েছে এবং আমরা নিয়মিত খোজ খবর নিচ্চি, মাননীয় এম্পি মহাদয়ের মাধ্যমে আমরা সব প্রতিষ্ঠানে অনুদান দিয়েছি,এবং নেতা কর্মিদের উদেশ্য বলেন আপনারা খোজ খবর নেন কোথায় কার সমস্যা আছে, কর্মি সভায়
সভাপতিত্ব করেন ইউনিয়ন জাসদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব বদরউদ্দীন ভদু ,প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ,বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক জনাব আহাম্মদ আলী,বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা কারশেদ আলম,যুবনেতা রেজাউল হক তোফান,জাসদ নেতা সাইদুর রহমান মন্টু,ছাত্রনেতা মেহেদী হাসান মিঠুন,জনাব শাফায়েত মেম্বর,মোছাঃ সালেহা মেম্বর সহ স্থানীয় নেতৃবৃন্দ,সভা পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা জাসদ নেতা আব্দুল গনি প্রমুখ।

Manual4 Ad Code