Sharing is caring!
আব্দুল্লাহ আল নাঈম,পিরোজপুর প্রতিনিধি :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পক্ষে পিরোজপুর আওয়ামীলীগে নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগন আজ ২৭ জানুয়ারী সোমবার বিকালে ঢাকা দক্ষিণের শান্তিনগর ও শাহজাহানপুর এলাকায় ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়েছেন। লিফলেট বিতরণের পাশা-পাশি নৌকা মার্কার শ্লোগানে মুখতির ছিল পুরো এলাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ মোস্তফা সিকদার, স্বরূপকাঠী পৌর মেয়র মোঃ কবির হোসেন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, স্বরূপকাঠী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফুয়াদ হোসেন, কুরিয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র শেখর সহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।