Sharing is caring!
রাকিবুল হাসান গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটির সাইটালিয়া দাখিল মাদ্রাসার বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি সোমবার বেলা ১২ টায় মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল ও বিদায় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৩৮ জন বিদায়ী পরিক্ষার্থীদের ফরম পূরনের ফি বাবদ ৫৬ হাজার টাকার চেক হস্তান্তর ও তাদেরকে শিক্ষা উপকরণ উপহার দিয়েছেন “জাহেদ আলী ফকির ফাউন্ডেশন” এর পক্ষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ লিয়াকত আলী ফকির।
সাইটালিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি, মুঞ্জুরুল হক সরকারের সভাপতিত্বে ও সহকারী সুপার আজিজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জাহেদ আলী ফকির ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাইটালিয়া দাখিল মাদ্রাসার সভাপতি , মুহাম্মদ লিয়াকত আলী ফকির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার নাজিম উদ্দীন, শিক্ষক আক্তারুল আলম মাস্টার, খ্যাতিমান সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, সাংবাদিক আনোয়ার হাসান, তেলিহাটি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ কবির সরকার, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ।