Sharing is caring!
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : সারাদেশের মতো নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনতা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০২০ সম্পন্ন হয়েছে। ২৫ জানুয়ারী শনিবার সকাল ৯ টা থেকে এ নির্বাচন শুরু হয়ে চলে দুপুর ২ টা পর্যন্ত। নিয়মমতো ৮জন সদস্য নির্বাচনে এবার এ বিদ্যালয়টিতে প্রতিযোগীতা করছে ১৩ জন। এদের মধ্যে প্রতি শ্রেণিতে ৫ জন এবং সর্বোচ্চ ভোটে ৩ জন নির্বাচিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক মনোভাব তৈরী, সততা ও আদর্শের সহিত সমাজসেবা অনুশীলনের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ পদ্ধতি চালু করেছে। তাই এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর আয়োজনে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনটি সম্পূর্ন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয় এবং তাদের মাধ্যমেই শ্রেণি শৃঙ্খলা বজায় রাখা হয়। এ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব প্রাপ্ত ১০ম শ্রেণির শিক্ষার্থী তানজিল বলেন, প্রার্থীদের মাঝে যদি প্রধান শিক্ষকের সন্তানও হন কিংবা কোন প্রভাবের প্রার্থী হোন তাকেও কোন ছাড় নয়।নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করেছি। এতে কোন অনিয়ম হয়নি। মুলত আমরা সততা ও আদর্শ নিয়ে এ নির্বাচন বাস্তবায়ন শিখছি।
এ বছর জনতা উচ্চ বিদ্যালয়ে প্রতিদ্বন্ধিতা করছেন, ৬ষ্ঠ শ্রেণি থেকে নীলিমা জাহান লাবন্য, সোহাগী আক্তার, সিফাত মিয়া, ৭ম শ্রেণি থেকে তানহা তারান্নুম, সাইফুল ইসলাম বাদশা, ফাহাদ হাসান, ৮ম শ্রেণি থেকে নুসরাত জাহান ছামিয়া, অন্তর মিয়া ৯ম থেকে ,রিস্তা মিয়া, মাসুম বিল্লাহ, ১০ থেকে তাছনিম জাহান মীম, সৈয়দ শাওন আহমেদ, রাজু আহেমদ রাজা। এ সময় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন উপজেলা একাডেমিক সুপারভাইসর আশরাফুল আলম সিদ্দীকি। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে সমাজ ও রাষ্ট্রসেবা শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ তৈরীতে এ কার্যক্রম চলছে।